অনলাইন ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকটি নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। দলটির নিবন্ধন স্থগিত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামে তালিকাভুক্ত দলটির পাশে আর ‘নৌকা’ প্রতীকটি নেই।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই প্রতীকটি সরানো হয়েছে।
এর আগের দিন (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন তোলেন— “নিবন্ধন স্থগিত দলের প্রতীক আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো কোন যুক্তিতে?”
তিনি আরও লেখেন, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা কীভাবে এই গণ-অভ্যুত্থানকে উপেক্ষা করলেন? এই প্রতীক কাদের জন্য রাখলেন?”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। পরে ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।
তবে ১৩ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নিবন্ধন স্থগিত হলেও তখনই ‘নৌকা’ প্রতীক বাদ দেওয়া হচ্ছে না। সেই সময় ‘শাপলা’ প্রতীক যুক্ত করার কথাও নাকচ করেন তিনি।
নিবন্ধন স্থগিতের পরেও ইসির ওয়েবসাইটে ‘নৌকা’ প্রতীক রাখায় ১৩ জুলাই দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবাদ জানায়। দলটি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে প্রতীকটি সরানোর দাবি তোলে।
