অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গোলযোগের বাইরে ক্যাম্পাসকে এখন মৃত্যুপুরী মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা। তিনি বলেন, “হরেদরে শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে। এখানে এমন ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা সুস্থ মানুষকেও ভিতর থেকে শেষ করে ফেলে।”
উমামা ফাতেমা ফেসবুকে লিখেছেন, গত এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জ্বরের প্রকোপ শুরু হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার টেস্ট নেগেটিভ এসেছে, কিন্তু প্রচণ্ড জ্বর, দুর্বলতা ও অরুচি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদারকি নেই। জ্বরের সময়ে ঢাবি ক্যাম্পাসের খাবার খাওয়া যায় না, শরীর আরও দুর্বল হয়ে পড়ে।
তিনি জানান, অসুস্থতার সময় ঢাবি মেডিকেল থেকে অ্যাম্বুলেন্সে করে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে মাত্র একটি ফ্যান ছিল, সেটা ড্রাইভারের জন্য। পুরো সময় হাঁসফাঁস লাগছিল। একইভাবে, ক্যাম্পাসে আরও অসুস্থ শিক্ষার্থী হাসপাতালে পাঠানো হয়। এই পরিস্থিতিতে বঙ্গমাতা হলের লিজা নামের শিক্ষার্থীর মৃত্যুর খবর আসে।
উমামা ফাতেমা আরও বলেন, প্রশাসনের পদক্ষেপের অভাবে শিক্ষার্থীরা নিরাপদ নয়। রাতের সময় অসুস্থ হলে তাকে হুইলচেয়ার বা স্ট্রেচার ছাড়াই বাইরে আনা হয়। হাসপাতাল নেওয়ার জন্য হাউস টিউটর এক ঘণ্টা পর উপস্থিত হন। অবশেষে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি মনে করেন, ক্যাম্পাস প্রশাসন ও হল কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থায় ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
