ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেওয়া পানির ফিল্টার ভাঙচুর করে সরিয়ে দিয়েছেন একদল শিক্ষার্থী। একইভাবে রোকেয়া হলে ছাত্র অধিকার পরিষদের স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এছাড়া ছাত্রদলের দেওয়া ডাস্টবিনসহ বিভিন্ন সংগঠনের দেওয়া উপকরণ বয়কটের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) রাতে।
জানা গেছে, ঢাবির ১৮টি হলে রাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা হলে রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন। এই সময় কয়েকজন শিক্ষার্থী সূর্য সেন হলে শিবিরের ফিল্টার ভেঙে ফেলেন এবং রোকেয়া হলে ভেন্ডিং মেশিনে জুতা মারেন।
ফিল্টার ভাঙচুরের ঘটনায় ঢাবি ছাত্রশিবিরের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মেফতাহুল মারুফ বলেন, কেউ ফিল্টারের পানি না খেলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু সরঞ্জাম নষ্ট করা অনাকাঙ্ক্ষিত। তিনি অনুরোধ করেন, ব্যবহার না করলে সরিয়ে বা ফেরত দিয়ে দেওয়ার জন্য।
ঢাবি শিক্ষার্থী জয়েনুদ্দিন সরকার তন্ময় বলেন, স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন ছিল ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। পছন্দ না হলে তা ফেরত দেওয়াই উচিৎ ছিল। জুতা মারা কোনো সমাধান নয়।
ঢাবি শিবির নেতা রায়হান উদ্দীন বলেন, ছাত্ররাজনীতি নিয়ে প্রশাসন যেন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এবং সবাই সেই সিদ্ধান্ত মেনে চলে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে উপকরণ ভাঙচুর অনুচিত ও নিন্দনীয়। প্রয়োজনে প্রশাসনের মাধ্যমে সরিয়ে নেওয়া যেতে পারে।
