অনলাইন ডেস্ক
গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানে ক্ষুব্ধ বিএনপিপন্থী শিক্ষকরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণঅভ্যুত্থানবিরোধী অবস্থান নেওয়া আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক এবং সেই সময়ের শিক্ষক সমিতির সদস্যদের বিরুদ্ধে মামলা ও বরখাস্তের দাবি জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। এই দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে তারা।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক বৈঠকে সাদা দলের শতাধিক শিক্ষক এই দাবিগুলো উত্থাপন করেন।
সাদা দলের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় বিরোধী অবস্থান নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করে আইনের আওতায় আনা।
তাদের সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা।
‘ফ্যাসিস্ট সরকার’কে সহযোগিতা করা জসীমউদ্দীন হল ও অমর একুশে হলের প্রভোস্টদের প্রত্যাহার।
বিগত প্রশাসনের সময় যেসব নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ আছে, সেসব শিক্ষককে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি বা সুবিধা না দেওয়া।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সাম্প্রতিক কার্যক্রম ‘ফ্যাসিবাদকে উৎসাহিত করছে’—এ অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. আবুল কালাম সরকার বলেন, “যারা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তা করেছে এবং ৩ জুলাই প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর সিদ্ধান্তকে সমর্থন করেছে, তাদের বিচার দাবি করছি।”
তিনি জানান, সাত দিনের মধ্যে এসব দাবি মানা না হলে সাধারণ শিক্ষকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাদা দল তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে ঘোষণা দিয়েছে—আগামী রবিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।