অনলাইন ডেস্ক
ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকেই ২৫তম ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী কলেজের প্রধান ফটকে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারী ও কর্তৃত্ববাদী আচরণ করছেন। তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী বিভিন্ন প্রশাসনিক অনিয়মের সঙ্গে জড়িত বলেও অভিযোগ তোলেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, আহতদের বিষয়ে সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাস, পরীক্ষা ও ফি প্রদানের মতো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না।
২৬তম ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন বলেন, ‘নিজেকে স্বঘোষিত অধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠা করে তিনি কলেজে স্বৈরাচার চালাচ্ছেন। এ অবস্থায় আমরা শান্তিপূর্ণভাবে ক্লাস করতে পারছি না। তাঁর পদত্যাগ ছাড়া আমরা ক্লাসে ফিরব না।’
২৫তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শুধু নই, আগের ব্যাচের শিক্ষার্থীরাও তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। কিন্তু প্রতিবার প্রশাসন তা ধামাচাপা দিয়েছে। এবার আমরা পিছু হটব না।’
শিক্ষার্থীদের আরও অভিযোগ, কলেজ প্রশাসন আন্দোলন দমন করতে ফটক বন্ধ করে তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। তাঁরা জানিয়েছেন, প্রশাসনের কোনো নোটিশ তাঁরা মানবেন না।
এদিকে কলেজের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থী সংঘর্ষে দুই শিক্ষার্থী—মেহেদী হাসান তানিম ও অপু—আহত হন। এরপর থেকেই আন্দোলন তীব্র আকার নেয়। তবে এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।