অনলাইন ডেস্ক
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষের সময় এক সিটি কলেজের শিক্ষার্থী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এছাড়া ঢাকা কলেজের দুই শিক্ষার্থী—অন্তরের মাথা ও আপন নামে আরেকজনের নাক ফেটে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ঘটনার পর সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন হন।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুহাম্মদ তারিকুজ্জামান জানান, নিউমার্কেট এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।