অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে বলেন, ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় মোদি লেখেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী ছিলেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’
তিনি আরও বলেন, ‘আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত।’
উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
মৃতদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ২ জন, সিএমএইচ-এ ১২ জন, ঢাকা মেডিকেল কলেজে ১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ২ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
