অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা মঙ্গলবার (১৯ আগস্ট) শেষ হয়েছে। এবার ২৮টি পদের জন্য মোট ৬৫৮টি ফরম বিক্রি হয়েছে। বিকেল চারটায় ফরম বিতরণের শেষ সময় ছিল।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আজ ৯৩টি ফরম নেওয়া হয়েছে এবং মোট ১০৬টি ফরম জমা পড়েছে। হল সংসদের ফরম বিক্রির তথ্য জানা যায়নি।
তিনি আরও জানান, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন এবং কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। একজন প্রার্থী একাধিক পদে মনোনয়ন ফরম নিতে পারেন, তবে প্রত্যাহারের দিনে তাকে একটি পদে রেখে বাকিগুলো বাতিল করতে হবে।
		