অনলাইন ডেস্ক
গতকাল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে নিহত হন। প্রতি বছরের মতো এবারও তাঁর মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন। যদিও কিছু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধতা ছিল, তবুও সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় ভরে যায়।
শোবিজ অঙ্গনের তারকারাও ফেসবুক ও অন্যান্য মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করে পোস্ট দেন। এর মধ্যে ছিলেন শাকিব খান, জয়া আহসানসহ আরও অনেক তারকা।
কিন্তু দিন শেষে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে— কিছু তারকাকে নাকি টাকা দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করতে বলা হয়েছে। গুজবের সূত্র ধরে একটি কথিত ব্যাংক স্টেটমেন্টও ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) অ্যাকাউন্ট থেকে ১৩–১৪ আগস্টের মধ্যে নয়জন শিল্পীর অ্যাকাউন্টে প্রায় ২০ হাজার টাকা করে পাঠানো হয়েছে।
এই গুজব ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ বিষয়টি খতিয়ে দেখে। তাদের তদন্তে প্রমাণিত হয়— ভাইরাল হওয়া ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া।
তাদের প্রতিবেদনে বলা হয়—
আসল এসসিবি অ্যাকাউন্ট নম্বর ১১ সংখ্যার হলেও সেখানে ১৩ সংখ্যার নম্বর ব্যবহার করা হয়েছে।
যাচাই করে দেখা গেছে, উল্লিখিত নম্বরের কোনো অ্যাকাউন্টই নেই।
স্টেটমেন্টে গ্রহীতার নাম দেখানো হলেও এসসিবির আসল স্টেটমেন্টে এ তথ্য প্রকাশ করা হয় না।
টেমপ্লেট ব্যবহার করে কৃত্রিমভাবে স্টেটমেন্টটি তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানারের মতে, এটি ছিল ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানোর একটি প্রচেষ্টা।
