অনলাইন ডেস্ক
আসছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’। মুক্তির আগে ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। এরই মধ্যে ছবির আরেক অভিনেতা চন্দন রায় স্যানালের সঙ্গে একটি রোমান্টিক ফটোশুটে অংশ নেন জয়া। ফটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই ভক্ত-দর্শকদের চোখ কপালে! অনেকে বিস্ময়ে বলেছেন, ‘এ কোন জয়া!’
বর্তমানে ওপার বাংলায় চর্চার কেন্দ্রে রয়েছেন জয়া আহসান। সেই আলোচনার মূল কারণ এই নতুন ছবি ‘ডিয়ার মা’। ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর জন্য করা ফটোশুটে চন্দনের কাঁধে মাথা রাখা জয়ার ঘনিষ্ঠ ভঙ্গির ছবি রীতিমতো আলোচনায়। ছবিগুলো মূলত সিনেমাটির প্রচারের অংশ হলেও অনেকেই জয়ার রোমান্টিক লুকে মুগ্ধ হয়েছেন।
‘ডিয়ার মা’ ছবিতে এই প্রথম চন্দন রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন জয়া। এটি জয়ার অনিরুদ্ধ রায় চৌধুরীর (টোনিদা) সঙ্গে দ্বিতীয় কাজ। সিনেমায় চন্দনের সঙ্গে জয়ার একাধিক ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে। এ প্রসঙ্গে জয়া বলেন,
‘আমার কোনো অস্বস্তি হয়নি, কারণ টোনিদা এমনভাবে দৃশ্যগুলো ধরেছেন যে আমি পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করেছি।’
এর আগে অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় বলিউডে ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় জয়ার। ‘ডিয়ার মা’ ছবির চিত্রনাট্য তিনি উপহার হিসেবে পান নিজের জন্মদিনে, পরিচালক টোনিদার কাছ থেকে।
‘ডিয়ার মা’ একটি মা-মেয়ের সম্পর্কের গল্প। রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টান—সেটাই এই সিনেমার মূল প্রশ্ন। জয়ার ভাষায়,
‘এটা মা ও সন্তানের সম্পর্ক নিয়ে তৈরি মনস্তাত্ত্বিক গল্প। এই ছবিতে অভিনয়ের সময় বারবার অনুভব করেছি—একজন মা তাঁর সন্তানকে ঘিরে যে লড়াই করেন, তা কতটা গভীর।’
