জুলাই মাসকে ঘিরে চলমান রাজনৈতিক আলোচনা ও ঘোষণাপত্র পাঠ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবাদী কণ্ঠস্বর নাফসিন মেহেনাজ আজিরিন।
সম্প্রতি নিজের ফেসবুক ভিডিও বার্তায় তিনি বলেন, “জুলাই কারও একার সম্পত্তি নয়। এটি কোনো দলের ব্যক্তিগত বিষয় নয়, এটি দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের ফসল। তাই কোনো রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করতে পারে না।”
তিনি আরও বলেন, “১৮ জুলাই দেশের মানুষ দেখেছে—বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাট্টি-বস্তা বেঁধে আন্দোলনে নেমেছিল। আমরা সেই মানুষ, যারা ‘স্যার একটা মারলে চারটা আসে’ বলে রাজপথ কাঁপিয়েছিলাম।”
নাফসিন প্রশ্ন তোলেন, “এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদরাসা শিক্ষার্থী, হেফাজত, সাংবাদিক, শ্রমিক, সাধারণ মানুষ, এমনকি সেনা কর্মকর্তারাও যুক্ত ছিলেন। তাহলে কারা এই ঘোষণাপত্র পাঠ করবে, আর কাদের বাদ দেওয়া হচ্ছে?”
তিনি বলেন, “জুলাইয়ের চেতনা ও বিস্তৃতি পুরো বাংলাদেশে। তাই এককভাবে কেউ এই ঘোষণাপত্র পাঠ করতে পারে না। এটি হতে হবে সরকারের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে, সংবিধানের আলোকে সবার প্রতিনিধিত্ব করে।”
নাফসিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করুন। এর ফলে মানুষের মাঝে অনীহা তৈরি হবে, যা জুলাইয়ের সম্মানকে প্রশ্নবিদ্ধ করবে।”
শেষে তিনি বলেন, “আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, অনেকেই আহত হয়েছেন। তাদের ত্যাগে অর্জিত জুলাই সবার হৃদয়ে অটুট থাকুক। এই চেতনা যেন সারাজীবন জাগ্রত থাকে।”