অনলাইন ডেস্ক
জাতিসংঘ মানবাধিকার কমিশন ঢাকায় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ‘লাল কার্ড সমাবেশ’ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এই কমিশন বাংলাদেশের মূল্যবোধ, স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে লাল কার্ড প্রদর্শন করে এর প্রতিবাদ জানান।
প্ল্যাকার্ডে লেখা ছিল—
‘গাজায় যখন মানুষ মরে, জাতিসংঘ কি করে?’
‘কমিশন না সার্বভৌমত্ব? সার্বভৌমত্ব! সার্বভৌমত্ব!’
‘জাতিসংঘের চুক্তি মানেই মূল্যবোধের হুমকি’
‘গোলামি না মুক্তি? মুক্তি! মুক্তি!’
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী আসিফ রায়হান বলেন, ‘‘বাংলাদেশে কোনোভাবে জাতিসংঘের নামে কোনো ভুয়া মানবাধিকার কমিশন গঠনের সুযোগ দেওয়া যাবে না। অথচ ইউনুস সরকার দ্রুত এর অনুমোদন দিয়েছে। এভাবে দেশের ওপর মার্কিন আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষ শুরু থেকেই এই কমিশনের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু ড. ইউনুস জনগণকে মিথ্যা মামলা দিয়ে বিভ্রান্ত করে এই কমিশনের অনুমোদন দিয়েছেন।’’
আরেক শিক্ষার্থী বলেন, ‘‘এই তথাকথিত মানবাধিকার সংস্থা কখনোই মানবতা রক্ষা করে না। যেখানে মানুষ মরছে, সেখানে তারা চুপ থাকে। এ সংস্থা আসলে মানবাধিকার রক্ষার নামে আমাদের স্বাধীনতা ক্ষুণ্ন করতে চায়।’’
