অনলাইন ডেস্ক
রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই ঘটনা ঘটে।
নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।
সোহাগের বন্ধু মামুন জানান, গত কয়েক মাস ধরে যুবদল নেতা মঈন তার কাছ থেকে মাসে মাসে চাঁদা দাবি করতেন। কিন্তু সোহাগ তাতে রাজি না হওয়ায় সম্প্রতি তাকে হুমকি দেন মঈন। ঘটনার দিন সন্ধ্যায় সোহাগ একা থাকাকালে মঈন ও আরও কয়েকজন মিলে তার মাথায় পাথর দিয়ে আঘাত করেন। হামলার সময় তার গায়ের কাপড়ও খুলে ফেলা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মামুন আরও বলেন, আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি। কারণ মঈন নিজেকে চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে এর আগেও হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এমনকি হাসপাতালের চাকরির নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ ঘটনার পর মঈনসহ দুইজনকে আটক করেছে বলে জানিয়েছে।
