অনলাইন ডেস্ক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এনসিপির সমাবেশ শেষে নেতাকর্মীরা সরে যাওয়ার সময় একদল হামলাকারী তাদের ঘিরে ফেলার চেষ্টা করে। তারা এনসিপি নেতাকর্মীদের গাড়ি ও পুলিশের যানবাহনের গতিরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। পরে এনসিপির নেতাকর্মীরা অন্য পথে গাড়ি ঘুরিয়ে গোপালগঞ্জ সার্কিট হাউসে আশ্রয় নেন।
এর আগে দুপুর ২টার পর গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর আগে বেলা দেড়টার দিকে সেখানে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে।
