অনলাইন ডেস্ক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার একটি মাঠে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলায় জড়িত ছিলেন। এতে কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে সমাবেশস্থলে তখন বেশি লোকজন বা নিরাপত্তা কর্মী ছিলেন না। সেই সুযোগে হেলমেট পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে প্রবেশ করে চেয়ার, টেবিল এবং মঞ্চ ভাঙচুর করেন। একই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কাছের একটি খালের পাড় থেকে ছাত্রলীগের কর্মীরা এসে হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
এর আগে, টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়ক এবং গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গান্ধীয়াশুর, উলপুর, কংশুর, মাঝিগাতি, কাঠি ও কোটালীপাড়া এলাকায় সড়কে আগুন লাগানো এবং গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। গান্ধীয়াশুর এলাকায়ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
