অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের ভাড়া বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গুলশানের ঘটনায় গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়—রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসায় ওই চেকগুলো রয়েছে। পরে সেখান থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় কলাবাগান থানায় আলাদা মামলা করার প্রস্তুতি চলছে।
আবদুর রাজ্জাক আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কয়েক মাস আগে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠন গঠিত হয়। এর আগে, গত ফেব্রুয়ারিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণার সময় রাজ্জাক ছিলেন যুগ্ম আহ্বায়ক।
তালেবুর রহমান বলেন, ভুক্তভোগীরা যদি আগেই পুলিশকে জানাতেন, তাহলে চাঁদাবাজির ঘটনা ঠেকানো যেত। এখন তদন্ত চলছে—তাঁরা কেন চাঁদা দিলেন বা কোনো দুর্বলতা ছিল কি না।
গুলশানের ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় পরিচয় মুখ্য নয়। তদন্ত করে দেখা হচ্ছে—আর কারও সংশ্লিষ্টতা আছে কি না।
ডিএমপির নিরাপত্তা কার্যক্রম
জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মহানগরীতে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানার অধীনে মোট ৪৭১টি টহল টিম মাঠে ছিল—যার মধ্যে রাতে ২৫৯টি এবং দিনে ২১২টি টিম দায়িত্ব পালন করে।
এ ছাড়া মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬৬টি চেকপোস্ট বসানো হয়। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে—এর মধ্যে রয়েছেন ১ জন ডাকাত, ৫ জন চোর, ১৩ জন মাদক কারবারি, ২ জন প্রতারক এবং ১২ জন পরোয়ানাভুক্ত আসামি।
অভিযানে উদ্ধার হয়েছে ১০ হাজার ৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেনসিডিল, ১ গ্রাম হেরোইন, একটি বাস, ১১টি মোবাইল ফোন এবং নগদ ১৩ হাজার ১৮০ টাকা। ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৩৩টি মামলা রুজু হয়েছে।
আরও তথ্য
– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের ২ জনকে চাঁদাবাজির ঘটনায় বহিষ্কার করা হয়েছে।
– ডিবি ওয়ারী বিভাগ ১২৩টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
– ডিবি তেজগাঁও বিভাগ ‘কবজি কাটা আনোয়ার গ্রুপের’ দুই সদস্য নিশাত ও রাসেলকে গ্রেপ্তার করেছে।
– জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডিএমপির ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি খুন এবং ১ হাজার ৬৮টি চুরির মামলা রুজু হয়েছে।
– বর্তমানে ৭ হাজার ৮১২টি মামলা তদন্তাধীন রয়েছে।
ট্রাফিক অভিযান
গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন ভাঙার দায়ে ২ হাজার ৮৪৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে।
বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা
১১ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তালেবুর রহমান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। কারও বিরুদ্ধে থানায় মীমাংসার নামে দেনদরবার হলে ব্যবস্থা নেওয়া হবে।
উমামা ফাতেমার পোস্ট প্রসঙ্গে মন্তব্য
তালেবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বক্তব্য আসছে, সেগুলো পুলিশ পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।
