অনলাইন ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে, মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায়।
নিহতরা হলেন বগুড়ার ধুনট উপজেলার ছবেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী নাসরিন আক্তার (৩২), এবং তাদের ছেলে আবু হুরাইরা (১০)।
এ ছাড়া নিহত অপর দুই ব্যক্তি হলেন গাজীপুরের শফিকুল ইসলাম (৫৫) ও টাঙ্গাইলের মির্জাপুরের মুক্তার আলী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাওনা থেকে একটি সিএনজি অটোরিকশায় পাঁচজন যাত্রী কালিয়াকৈর যাচ্ছিলেন। বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ও তার ছেলে মারা যান।
আহত অবস্থায় জাহিদের স্ত্রী নাসরিন আক্তার ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তারা মারা যান।
অটোরিকশাচালক মুক্তার আলীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুর রহমান জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।