অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৬ নেতা হঠাৎ কক্সবাজার সফরে গেছেন। বর্তমানে তারা উখিয়ার ইনানী এলাকায় অবস্থিত হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন।
কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বে থাকা একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ৬ নেতা ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের পথে বাইরে যান। এদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। অপর একজনের নাম নিশ্চিত হওয়া যায়নি।
এনসিপির এই সফরের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী। তিনি জানান, দুপুর ১২টার পর থেকে নেতারা ইনানীর রয়েল টিউলিপ হোটেলে অবস্থান করছেন। তার ভাষায়, “আমাদের কাছে যা তথ্য আছে, তারা বেড়াতে এসেছেন।”
তবে একই সময়ে এনসিপির নেতারা ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন— এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করার পর দেখলাম এ ধরনের একটি খবর ছড়িয়েছে। এটি পুরোপুরি গুজব। এরকম কোনো বৈঠক হয়নি।”
এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন বলেন, “নেতারা রয়েল টিউলিপ হোটেলে উঠেছেন। সেখানে পিটার হাসের সঙ্গে বৈঠক হয়েছে কিনা, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।”
