গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পেছনে মূল ভূমিকা পালন করেছেন তিনজন ব্যক্তি। তারা হলেন—নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, “এনসিপি একটি স্বাভাবিক রাজনৈতিক দল নয়। এটি সরকারের আশীর্বাদপুষ্ট একটি দল। যখন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন, তখনই এনসিপি গঠনের কাজ শুরু হয়। সেই সময়েই মাহফুজ ও আসিফের সঙ্গে মিলে দলটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।”
তিনি আরও বলেন, “দল গঠনের মূল আলোচনা হয় নাহিদের মন্ত্রীপাড়ার বাসায়। সেখানে বিভিন্ন পক্ষকে এই দলে যোগ দিতে আহ্বান জানানো হয়। আমরা এসব তথ্য পেয়েছি কারণ, তারা আমাদের দলের কিছু নেতাকে প্রলোভন দেখিয়ে নিজেদের সঙ্গে যুক্ত করেছে।”
রাশেদ খান অভিযোগ করে বলেন, “নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মাহফুজ ও আসিফ এনসিপির সঙ্গে জড়িত নন—যা সম্পূর্ণ মিথ্যা। এই বক্তব্য আমাদের কাছে খুব কষ্টদায়ক।”
তিনি আরও দাবি করেন, “আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এখনো সরকারে রয়েছেন এবং এনসিপির প্রতিনিধিত্ব করছেন। তারা এনসিপি গঠনের আগে পর্যন্ত ছিলেন গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার প্রতিনিধি।”
