অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে কোনো নির্বাচন সম্ভব নয়। আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।’
আজ শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে কেমন নির্বাচন হবে? কেন নির্বাচন হবে? সেজন্যই আগে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে।’
নির্বাচনের উপযুক্ত পরিবেশ গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, যদি মৌলিক বিষয়গুলোর যথাযথ সংস্কার হয়, তাহলে ভালো একটি নির্বাচন সম্ভব হবে। এখানে “যদি”র কোনো সুযোগ নেই। অবশ্যই সংস্কার করতে হবে, তবেই ভালো নির্বাচন সম্ভব হবে।’
মব-সন্ত্রাস প্রসঙ্গে মন্তব্য
মব-সন্ত্রাস নিয়ে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘মব তো নতুন কিছু নয়, এটি ১৯৭২ সাল থেকে চলছে। এখনো চলছে। তবে আমরা এর ঘোর বিরোধী। আমাদের কোনো কর্মী বা সমর্থক এসব ঘটনার সঙ্গে জড়িত নয়।’
তিনি বলেন, ‘মব-সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর নিজ নিজ দায়িত্ব আছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা দলীয়ভাবে খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। তারপর রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে।’
তিনি আশ্বস্ত করে বলেন, ‘বিচার শুধু আদালতের মাধ্যমেই হতে হবে। কাউকে নিজের হাতে আইন তুলে নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।’
সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করে শফিকুর রহমান রংপুরে দলের জনসভায় যোগ দিতে রওনা দেন।