মাহমুদা মাহাকে বেশিরভাগ মানুষ চেনেন উপস্থাপক হিসেবে। সম্প্রতি বাংলাদেশ-ভুটান ও সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচে তাঁকে উপস্থাপনায় দেখা গেছে। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল হোস্ট হিসেবেও কাজ করছেন। তবে এবার তিনি অভিনয়ের ভুবনে পা রেখেছেন, তাও সরাসরি নাটকের প্রধান চরিত্রে।
‘শয়তানের নিঃশ্বাস’ নামে একটি নাটকে অভিনয় করেছেন মাহা। এতে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা আবু হুরাইরা তানভীর। নাটকটি শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হবে। নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহীন।
বুধবার মাহমুদা মাহা বলেন, ‘২০১৬ সাল থেকে শোবিজে কাজ করছি। সবাই আমাকে উপস্থাপক হিসেবেই চেনে। সেই সময় স্টেজ শো, বিতর্ক প্রতিযোগিতা, সরকারি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে শুরু হয়েছিল পথচলা। এরপর টেলিভিশনে উপস্থাপনাও করেছি এবং এখনো করছি।’
তিনি জানান, ‘নাটকে ছোট চরিত্রে কাজ করেছি আগেও, তবে এবারই প্রথমবারের মতো মুখ্য চরিত্রে অভিনয় করেছি। এটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’
ভবিষ্যতে নিয়মিত অভিনয় করার ইচ্ছার কথা জানিয়ে মাহা বলেন, ‘চিত্রনাট্য ভালো হলে নাটকে নিয়মিত কাজ করব। তবে সে ক্ষেত্রে উপস্থাপনার কাজ কিছুটা কমিয়ে আনতে হবে।’
তিনি আরও জানান, অনিমেষ আইচ পরিচালিত দুটি নাটকে তিনি কাজ করেছেন, পাশাপাশি টিভি বিজ্ঞাপন ও অনলাইন বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। এমনকি একটি চলচ্চিত্রেও তাঁর অভিনয় রয়েছে। এবার নাটক দিয়ে অভিনয়ে নতুনভাবে যাত্রা শুরু করলেন মাহমুদা মাহা।