স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে পাওয়া বস্তুটি একে-৪৭-এর ম্যাগাজিন নয়, বরং এটি একটি পিস্তলের খালি ম্যাগাজিন, যা ভুলবশত তার ব্যাগে থেকে গিয়েছিল।
সোমবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেক সময় আমরা চশমা নিতে গিয়ে ভুল করে মোবাইল নেই, এটা তেমনই একটা ভুল। তিনি যদি জানতেন, তবে এটি সঙ্গে নিতেন না।”
উপদেষ্টার বয়স ৩০ না হলেও কীভাবে তিনি অস্ত্রের লাইসেন্স পেলেন—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি এখনো ওই আইনের ধারা দেখিনি, তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।”
এ সময় জানানো হয়, বিমানবন্দরে তিন দফা স্ক্যানিংয়ের মধ্যে প্রথম দুই দফায় বিষয়টি ধরা না পড়লেও তৃতীয় দফায় ধরা পড়ে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেক সময় কোনো নেতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি কিছুটা প্রাধান্য পেয়ে থাকেন। তবে এটা যেন না হয়—সবার জন্য আইন যেন সমান হয়, সেই বিষয়ে আমরা বলেছি।”
তিনি আরও জানান, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের অনেক অনুষ্ঠান রয়েছে। এসব অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে হয়, সেজন্য আলোচনা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের হুমকির খবর পাওয়া যায়নি।