অনলাইন ডেস্ক
ইডেন মহিলা কলেজের প্রস্তাবিত হযরত রাবেয়া বসরী (রহ.) ছাত্রী নিবাসের এক শিক্ষার্থীকে মাদক সেবনের অভিযোগে হল ত্যাগে বাধ্য করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্ত ছাত্রী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি হলের ৮১০ নম্বর কক্ষে থাকতেন।
শিক্ষার্থীরা জানান, ওই ছাত্রী সিনহা নিশাত দীর্ঘদিন ধরে অশোভন ও অস্বাভাবিক আচরণ করছিলেন। বিষয়টি বারবার হল প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরিস্থিতির অবনতি ঘটে ১৫ জুলাই রাতে, তখন শিক্ষার্থীরা তাকে অভিভাবকের মাধ্যমে হল থেকে বের করে দেন। তবে ১৬ জুলাই রাতে তিনি আবার হলে ফিরে আসেন।
ছাত্রীদের অভিযোগ, ওই রাতেই তিনি ওয়াশরুম থেকে জামাকাপড় ছাড়া রুমে আসেন, এতে রুমমেটরা আতঙ্কিত হয়ে পড়েন এবং আশেপাশের শিক্ষার্থীরা এসে তাকে কাপড় পরাতে সহায়তা করেন।
হোস্টেল সুপার আসমা সুলতানা বলেন, “শিক্ষার্থীরা জানিয়েছে, মেয়েটির আচরণ অশালীন, তাকে দেখে মাদকাসক্ত মনে হয়। তারা আরও বলেছে, সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ১৫ তারিখে অভিভাবক ডেকে বাসায় পাঠানো হয়েছিল, পরে আবার ফিরে এলে দ্বিতীয়বার তাকে হল ছাড়তে বলা হয়।”
ছাত্রীদের একজন, সিদরাতুল মুনতাহা বলেন, “সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং মিছিলে অংশ নিয়ে মাঝেমধ্যে রাতে হলে ফিরে আসে। আমরা তার অসংলগ্ন আচরণের অনেক ঘটনার সাক্ষী।”
বর্তমানে ওই ছাত্রী ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ অস্বীকার করে ছাত্রীটি বলেন, “আমি ছাত্রদল করি বলেই আমাকে টার্গেট করা হচ্ছে। আমি কোনোদিন মাদক গ্রহণ করিনি। আমি ম্যামদের টেস্ট রিপোর্ট দেখাব, প্রমাণ হবে আমি নির্দোষ।”
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
