অনলাইন ডেস্ক
ইডেন মহিলা কলেজের বরখাস্ত হওয়া কর্মচারী স্মৃতি ইসলামের ব্যক্তিগত জিনিসপত্র সরাতে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন সাংবাদিকরা। কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন সদস্য ও একজন শিক্ষক এই বাধা দেন।
জানা গেছে, অফিস সহকারী হিসেবে কর্মরত স্মৃতি ইসলামকে দুই মাস আগে কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সে সময় তিনি ছুটিতে ছিলেন। এরপর তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তার অনুপস্থিতিতে তার রুমটি সিলগালা করে দেওয়া হয়। শুক্রবার (১ আগস্ট) কলেজ প্রশাসন থেকে তাকে জানানো হয়, দুপুর ১২টার মধ্যে এসে তার জিনিসপত্র সরিয়ে নিতে হবে।
এই সময় সাংবাদিকেরা ঘটনাটি লাইভ সম্প্রচারের মাধ্যমে কভার করতে গেলে বাধা দেন কলেজ ছাত্রলীগের কর্মী নয়নমণি ও সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তারী সালেহীন। সাংবাদিকরা জানান, নয়নমণি লাইভ সম্প্রচার বন্ধ করে ভিডিও ডিলিট করার জন্য চাপ দেন। নয়নমণির বিরুদ্ধে এর আগেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।
কলেজ সাংবাদিক সমিতির সদস্যসচিব তানজিলা আক্তার মাসুমা বলেন, “আমরা লাইভ সম্প্রচার করছিলাম, তখন নয়নমণি এসে বাধা দেন এবং লাইভ ভিডিও ডিলিট করতে বলেন। আমরা বুঝতে পারছি না, কী কারণে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করা হলো।”
এ বিষয়ে জানতে চাইলে নয়নমণি বলেন, “আমি মূলত বলেছি, লাইভে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া উচিত। যদি কেউ মিথ্যা বলে, তাহলে সেটা সরাসরি সম্প্রচারে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই ভিডিও ডিলিট করতে বলেছি।”
অভিযোগ সম্পর্কে শিক্ষক মোস্তারী সালেহীন বলেন, “অডিও রেকর্ডিং অনুমতি ছাড়া করা হয়নি, সেটা ঠিক হয়নি। আপনারা বিস্তারিত জানতে চাইলে সরাসরি ক্যাম্পাসে এসে কথা বলতে পারেন।”
