অনলাইন ডেস্ক
বলিউড তারকা আমির খান কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। এবার তার বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ তুলেছেন আপন ভাই ফয়সাল খান। তিনি দাবি করেছেন, আমিরের ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্সের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং তাঁদের এক পুত্রসন্তানও আছে।
ফয়সাল খান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গোলাম’ সিনেমার শুটিংয়ের সময় আমির ও জেসিকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর জেসিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আমির তাকে গর্ভপাতের পরামর্শ দিলেও জেসিকা তা প্রত্যাখ্যান করেন এবং সন্তান জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় জান।
২০০৫ সালে ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনেও আমির–জেসিকার প্রেম ও সন্তানের প্রসঙ্গ প্রকাশ্যে এসেছিল। তবে আমির সব সময় বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু ফয়সালের দাবি, সম্পর্ক ও সন্তান দুটোই সত্যি।
২০১২ সালে ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে জানের ছবি প্রকাশিত হয়। সম্প্রতি জেসিকার নতুন একটি ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই জানের চেহারার সঙ্গে আমিরের মিল খুঁজে পাচ্ছেন।
ফয়সাল আরও জানান, রীনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেসিকার সঙ্গে আমিরের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। একই সময়ে কিরণ রাওয়ের সঙ্গেও প্রেম করছিলেন আমির। এ বিষয়টি পরিবারকে জানাতে তিনি একবার চিঠিও লিখেছিলেন, তবে তা আমলে নেওয়া হয়নি।
