প্রথম সিনেমা ‘সাবা’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা ও ডালাস— একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে এই সিনেমা।

এবার আর শুধু সিনেমা নয়, ব্যক্তিগতভাবে অভিনয়ের জন্যও আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন মেহজাবীন। যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে তিনি সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন।
এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে মেহজাবীন বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান অনেক অভিনেত্রীর সঙ্গে একই তালিকায় মনোনীত হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। একজন অভিনেত্রী হিসেবে এটি আমার বড় অর্জন। আমি চাই আরও ভালো কাজ করতে এবং আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের গল্প এখন আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব পাচ্ছে। এটি শুধু শুরু। যেমন এবারও বাংলাদেশ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। আমি আশা করি, ভবিষ্যতে আমাদের প্রতিভা আরও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এজন্য ইন্ডাস্ট্রির সবার সহযোগিতা প্রয়োজন, যেন আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি।”
‘সাবা’ সিনেমাটি রেইনড্যান্স উৎসবের ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে। ছবিটি ডিসকভারি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছে। ছবির পরিচালক মাকসুদ হোসাইন, যিনি প্রথমবারের মতো পরিচালনা করেই মনোনয়ন পেয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ছবির প্রযোজকও মেহজাবীন নিজেই।
