মুক্তি পেয়েছে হইচই অরিজিনাল সিরিজ বোহেমিয়ান ঘোড়া-এর ট্রেলার। প্রায় দুই মিনিটের এই ট্রেলারে সিরিজটির কাহিনি ও চরিত্রগুলোর পরিচয় তুলে ধরা হয়েছে। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
ট্রেলারে দেখা যায়, আব্বাস একজন ট্রাকচালক, যিনি দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন পরিস্থিতিতে পড়ে সাতটি বিয়ে করেন। প্রতিটি স্ত্রী তাকে একেকভাবে চেনেন এবং কেউই অন্যজনের অস্তিত্ব জানেন না। তবে তার ট্রাকের সহকারী সেলিম সব জানে। কিন্তু সমস্যার শুরু হয় যখন আব্বাস অষ্টমবার বিয়ে করেন। তখন থেকেই তার জীবনে নেমে আসে একের পর এক বিপদ। সেই বিপদ থেকে সে কি মুক্তি পাবে? তার জীবনে কি আবারও শান্তি ফিরবে? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ৫ জুন, সিরিজটি মুক্তি পাওয়ার পর।
মোশাররফ করিমের বিপরীতে এই সিরিজে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী—রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। প্রত্যেকে ভিন্ন ভিন্ন স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন, যাদের গল্প, আবেগ এবং দৃষ্টিভঙ্গি আলাদা।
আব্বাস চরিত্রটি নিয়ে মোশাররফ করিম বলেন, “আমরা আমাদের কাজ করে ফেলেছি, এখন অপেক্ষা দর্শকের প্রতিক্রিয়ার।”
সিরিজে রুনা খান অভিনয় করেছেন একজন গরম মেজাজের আত্মবিশ্বাসী নারীর চরিত্রে, যা তার আগের অভিনয় থেকে ভিন্ন। তানজিকা আমিন এখানে অভিনয় করেছেন তার বাস্তব চরিত্রের বিপরীত একটি ভূমিকায়। মৌসুমী হামিদ হয়েছেন একজন নারী মৌয়াল, সাদিয়া আয়মান একজন ছটফটে ও চঞ্চল তরুণী, আর জুঁই করিমকে দেখা যাবে এক নতুন রূপে। ফারহানা হামিদের চরিত্রে রয়েছে সংযম, গভীর অনুভূতি এবং নীরব এক অভিজ্ঞান, যা দর্শকদের ছুঁয়ে যাবে। অদিতি ও বৃষ্টি সিরিজে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন।
এছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরও অনেকে।
আব্বাস চরিত্রে মোশাররফ করিমকে নেওয়ার বিষয়ে অমিতাভ রেজা বলেন, “এই চরিত্রে এমন একজন অভিনেতা দরকার ছিল যার মধ্যে চরিত্র বদলানোর দক্ষতা ও অভিনয়ে গভীরতা আছে। মেথড অভিনয়ে দক্ষ, এমন অভিনেতা আমাদের এখানে খুব কম—মোশাররফ করিম তাদের একজন।”