অনলাইন ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে পর্যায়ক্রমে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার বিকেলে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “আগস্ট থেকে নির্বাচন পর্যন্ত ধাপে ধাপে পুলিশের প্রশিক্ষণ চলবে।”
এসপি ও ওসি বদলির বিষয়ে তিনি বলেন, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যদি এমন কিছু হয় তাহলে সবাই জানতে পারবেন।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “চাঁদাবাজ যত বড়ই হোক, কিংবা যে দলেরই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। গুলশানে চাঁদাবাজির ঘটনায় কি কাউকে ছাড় দেওয়া হয়েছে? কেউই ছাড় পাবে না।”
মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “মাদক বহনকারীরা ধরা পড়ছে ঠিকই, তবে মূল হোতারা এখনো আড়ালে আছে। খুব শিগগিরই তাদের বিরুদ্ধেও অভিযান শুরু হবে।”
