অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু তার তৈরি করা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এখনো দেশের সর্বত্র ছড়িয়ে আছে। ঢাকায় চাঁদা না দেওয়ায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখন ঘের দখলের জন্য পালিয়ে থাকা নেতারা চেষ্টা করছে।”
শনিবার (১২ জুলাই) এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ১২তম দিনে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, “চাঁদাবাজি, ঘের দখল, কমিশনের ভাগাভাগি—এসব এখনো চলছে। শুধু সরকারের নাম পরিবর্তন করলেই সব কিছু বদলাবে না, মানুষ এখন তা বুঝে গেছে। যারা এই অপরাধ করছে, জনগণ তাদের বিদায় করবে। ঠিক যেভাবে তারা হাসিনাকেও বিদায় দিয়েছে।”
তিনি আরও বলেন, “রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নামে সাধারণ মানুষকে জলবায়ু ঝুঁকিতে ফেলা হয়েছে। মোংলা বন্দর ঘিরে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র।”
গণতন্ত্র বিষয়ে আখতার হোসেন বলেন, “শুধু নির্বাচন দিলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। তার আগে পুলিশ, প্রশাসন ও বিচারব্যবস্থায় সংস্কার আনতে হবে। প্রতিষ্ঠানগুলো ঠিক না করে নির্বাচন দিলে ফল হবে না। আমরা চাই দেশে যেন আর গুম, খুন না হয়। এজন্যই প্রয়োজন প্রতিষ্ঠানভিত্তিক গভীর সংস্কার।”