অনলাইন ডেস্ক
অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যেকোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারকে তাদের নিষ্ক্রমণ পদ্ধতি, অর্থাৎ ‘এক্সিট পলিসি’ নিয়ে আগে থেকেই ভাবতে হয়। বর্তমান সরকারেরও এখন সেই সময় এসেছে।
বুধবার ঢাকার গুলশানে ‘ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ’ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “এই সরকারের এখন চিন্তা করা উচিত, তারা কী অর্জন করে বিদায় নিতে চায়। সে বিষয়ে জাতির উদ্দেশে একটি ভাষণ দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমার পিসিমা বলতেন—যতটা খেতে পারবে, ততটাই কামড় দাও। যেটা চাবাতে পারবে না, সেটা মুখে নিও না। সরকারকেও বুঝতে হবে, তারা কতটুকু সংস্কার করতে পারবে এবং সময়ের মধ্যে কতটুকু সম্পন্ন করা সম্ভব। যেসব সংস্কার অসমাপ্ত থাকবে, সেগুলো ভবিষ্যৎ সরকার সম্পন্ন করবে।”
দেবপ্রিয় বলেন, “আগের তিনটি তত্ত্বাবধায়ক সরকারের প্রত্যেকেরই একটি ‘এক্সিট পলিসি’ ছিল। যেমন: জিয়াউর রহমানের দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, এরশাদ পার্লামেন্টের মাধ্যমে বৈধতা পেয়েছিলেন, এবং এক–এগারোর সরকারও একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে কাজ করেছিল। কিন্তু বর্তমান সরকার যেসব কাজ করেছে, সেগুলোর বৈধতা ভবিষ্যৎ সরকার দেবে কিনা—এটি এখনো অনিশ্চিত।”
তিনি বলেন, শুধু নির্বাচনের তারিখ নয়, বর্তমান সরকারের ভূমিকা, তারা কী অর্জন করেছে এবং ভবিষ্যৎ সরকারের জন্য কী রেখে যাচ্ছে—এসব বিষয়ে একটি ‘এক্সিট টাস্ক রিপোর্ট’ প্রকাশের সময় এসেছে।
সভায় আরও অংশ নেন বিশিষ্ট নাগরিক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁরা সুশাসন, গণতন্ত্র এবং নীতিনির্ধারণে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।
