অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ফের আইনি জটিলতায় পড়েছেন। ২০০ কোটি রুপির প্রতারণা মামলায় তার নাম আলোচনায় এসেছে অনেকবার। এবার সেই মামলায় জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার (৩ জুলাই) বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, এই প্রতারণা মামলার মূল অভিযুক্ত হলেন সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে সম্পর্কের কারণেই এই মামলায় জড়িয়ে পড়েন জ্যাকুলিন। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে জানায়, সুকেশের কাছ থেকে জ্যাকুলিন প্রায় ৫ কোটি ৭১ লাখ রুপি মূল্যের উপহার নিয়েছেন। এ ছাড়া তিনি তার ভাই ও বোনের নামে থাকা বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় দুই লাখ মার্কিন ডলার এবং কিছু অস্ট্রেলীয় ডলার পাঠানোর অনুরোধ করেছিলেন।
জ্যাকুলিন অবশ্য দাবি করেন, তিনি সুকেশের প্রতারণার শিকার এবং জানতেন না যে এসব অর্থ অবৈধ। তবে ইডির অভিযোগ, তিনি জেরার সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন এবং অপরাধমূলক আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। এমনকি সুকেশ গ্রেপ্তার হওয়ার পর নিজের মোবাইল ফোন থেকেও তথ্য মুছে ফেলেন বলে অভিযোগ রয়েছে।
এখনও পর্যন্ত সুকেশের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে একাধিক প্রতারণার মামলা চলছে। তার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় জ্যাকুলিনের আইনি জটিলতাও বাড়ছে। বর্তমানে দিল্লির একটি ট্রায়াল কোর্টে মামলার কার্যক্রম চলমান রয়েছে।