অনলাইন ডেস্ক
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ প্রথমবারের মতো শহুরে জীবন, সম্পর্কের টানাপোড়েন আর একাকিত্বের গল্পকে স্পষ্টভাবে উপস্থাপন করেছিল। প্রায় ১৮ বছর পর অনুরাগ যেন আবারও সেই আবহে ফিরেছেন নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’ নিয়ে। ছবির ট্রেলারে অতীত ও বর্তমান সময়ের সম্পর্কগুলো এক কোলাজে বোনা হয়েছে— কোথাও গভীর, কোথাও হালকা, আবার কোথাও বাস্তবতার সঙ্গে রূপকথার মিশেল।
চারটি ভিন্নধর্মী সম্পর্কের গল্প উঠে এসেছে ছবিতে। ব্যস্ত শহরের ভিড়ে এ সম্পর্কগুলো কখনও জটিল, কখনও সরল।
ট্রেলারে প্রথম দেখা যায় আদিত্য রায় কাপুর ও সারা আলি খানের জুটিকে। তারা বর্তমান প্রজন্মের প্রতিচ্ছবি। ছোট চুল, চোখে চশমা আর সহজ পোশাকে সারা অভিনয় করেছেন বাস্তববাদী এক তরুণীর চরিত্রে, যার মধ্যে রয়েছে দ্বিধা, অনিশ্চয়তা আর একধরনের আবেগী টান। আদিত্যর চরিত্রটি শান্ত ও পরিণত প্রেমিকের মতো, তাদের রসায়ন ট্রেলারে হাসি ও আবেগ জাগায়।
এরপর দেখা যায় আলি ফজল ও ফাতিমা সানা শেখকে। অনুরাগ এই জুটির মাধ্যমে তুলে ধরেছেন ‘লাভ-সেক্স-ধোঁকা’ যুগের সাহসী প্রেম, যেখানে অনুভূতির বদলে অভিজ্ঞতার গুরুত্ব বেশি। ভালোবাসা হারিয়ে গেলে কষ্টও তারা অনুভব করে। ফাতিমার চরিত্রে দ্বন্দ্ব ও আকাঙ্ক্ষার মিশ্রণ যেন অনুরাগের আগের ছবির কঙ্গনাকে মনে করায়।
তৃতীয় জুটি পঙ্কজ ত্রিপাঠী ও কঙ্কণা সেন শর্মা। এই অভিজ্ঞ দুই অভিনেতা ফুটিয়ে তুলেছেন মধ্যবয়সী সম্পর্কের ভেতরের আবেগ, ভুল বোঝাবুঝি ও অতৃপ্ত স্মৃতি। কঙ্কণার উপস্থিতি আবার মনে করিয়ে দেয় তাঁর ‘লাইফ ইন অ্যা মেট্রো’-তে ইরফান খানের সঙ্গে অনবদ্য রসায়নকে।
সবশেষে দেখা যায় অনুপম খের ও নীনা গুপ্তার ষাটোর্ধ্ব জুটিকে। বয়স বাড়লেও ভালোবাসা তো পুরনো হয় না। চিঠির বদলে তা হয়তো চোখে-চোখে খেলা করে, দীর্ঘশ্বাসে ধরা দেয়। এই জুটির সংলাপ আর অভিব্যক্তিতে ফুটে ওঠে সম্পর্কের নরম অনুভব।
ছবির আরেক শক্ত দিক এর সংগীত। অনুরাগ-প্রীতম জুটির সুরে অরিজিৎ সিংয়ের কণ্ঠে গানগুলো আবেগ ছুঁয়ে যায়। মনে হয় যেন সংলাপ নয়, গানই বলে দিচ্ছে চরিত্রদের গল্প।
ছবিতে আরও অভিনয় করেছেন ঋতু শর্মা ও রোহিত সরাফ, যাদের চরিত্র এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে ট্রেলারে তাদের উপস্থিতি দর্শকদের আগ্রহ জাগিয়ে তুলেছে।
ছবির গল্প কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরুর পটভূমিতে। এখানে প্রেম শুধু আবেগ নয়, বাঁচারও একটি উপায়। কখনও তা হাসায়, কখনও চোখ ভিজিয়ে দেয়।
তবে ট্রেলার প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সারা আলি খানের লুক। ছোট চুল, সাধারণ পোশাক, চোখে চশমা—এই লুককে ঘিরে চলছে নানা ট্রল ও তুলনা। কেউ বলছেন ক্যাটরিনা কাইফ, কেউ সাইফ আলি খানের নারী রূপের সঙ্গে তুলনা করছেন। এসব নিয়ে সারা অবশ্য শান্ত। তিনি বলেন, “এই চরিত্রটি গ্ল্যামারাস নয়, বরং বাস্তব। এমন শহুরে মেয়ের চরিত্রে আগে কাজ করিনি।”
তিনি আরও বলেন, “অনুরাগ বসুর ‘মেট্রো’ দেখে ওনার প্রেমে পড়েছিলাম, আজ আমি নিজেই ওনার ছবির নায়িকা—এটাই সবচেয়ে বড় পাওয়া।”
ছবিটি ‘লাইফ ইন অ্যা মেট্রো’র সরাসরি সিক্যুয়াল না হলেও গল্প, আবেগ ও চরিত্র নির্মাণে আগের ছবির ছায়া স্পষ্ট। তাই একে নতুন প্রজন্মের জন্য তৈরি এক নস্টালজিক উপহারও বলা যায়।
‘মেট্রো ইন দিনো’ মুক্তি পাচ্ছে আগামীকাল, শুক্রবার ৪ জুলাই।