অনলাইন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান দুই যুগের বেশি সময় ধরে সিনেমায় কাজ করছেন। তিনি উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। তার অভিনয়গুণে মুগ্ধ দর্শকরা তাকে ‘মেগাস্টার’ বলেও ডাকেন।
সম্প্রতি শাকিব খানের অভিনীত কিছু সিনেমায় তার নামের আগে ‘মেগাস্টার’ শব্দটি ব্যবহৃত হয়, যা নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন। এমনই এক মন্তব্য করেছিলেন অভিনেতা জাহিদ হাসান। তিনি বলেছিলেন, “মেগাস্টার শব্দটি আমার কানে লাগে।”
তবে এবার নিজের সেই মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জাহিদ হাসান। তিনি বলেন, “আমি নিজেই তো একজন ছোট মানুষ, শাকিব খানকে ছোট করার প্রশ্নই আসে না। হয়তো আমার কথা ঠিকভাবে বোঝাতে পারিনি, না হলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”
জাহিদ হাসান আরও বলেন, “আমি বলতে চেয়েছিলাম, যারা নিজের কাজ দিয়ে বড় হয়ে যান, তাদের নামের আগে বিশেষ কোনো বিশেষণ দেওয়ার দরকার হয় না। যেমন—টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা মেরাডোনা—তাদের নামই যথেষ্ট। এটাই বোঝাতে চেয়েছিলাম। কিন্তু হয়তো অনেকে সেটা ভিন্নভাবে নিয়েছেন।”
তিনি বলেন, “আমি কাউকে ছোট করে কিছু বলিনি। বরং আমি চাই সবাই বড় হোক। শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় সম্পদ। আমি তার ভক্তদের আবেগ ও ভালোবাসাকে শ্রদ্ধা করি। যারা আমার কথায় কষ্ট পেয়েছেন, আমি দুঃখিত। তবে আমি বিশ্বাস করি, যদি সবাই আমার কথার সঠিক মানে বুঝতেন, তাহলে শাকিব খান আরও বড় হতেন, কারণ ভালোবাসা থেকে প্রশ্ন তোলা মানেই গুরুত্ব দেওয়া।”
সবশেষে জাহিদ হাসান বলেন, “আমাদের শিল্পীদের প্রতি আমাদেরই সম্মান থাকা উচিত। কেউ কাউকে ছোট করে বড় হতে পারে না। পৃথিবীতে কখনো তা সম্ভব হয়নি, হবেও না।”