অনলাইন ডেস্ক
দেশে উদারপন্থী রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবাইকে উদারপন্থার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, “এই দেশে মধ্যপন্থী ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রবাদী রাজনীতি আনার চেষ্টা চলছে, যা বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর হবে।”
তিনি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন খুব দ্রুত দরকার। এর মাধ্যমে আমরা আবারও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ফিরতে পারব।”
মির্জা ফখরুল আরও বলেন, রাজনীতিতে মতভেদ থাকলেও বর্তমান পরিস্থিতি মানুষকে বিভ্রান্ত করছে। অনেকেই প্রশ্ন করছে—নির্বাচন আদৌ হবে কি না। এতে হতাশা বাড়ছে। তবে তিনি আশ্বস্ত করেন, “নির্বাচন হবেই এবং নির্ধারিত সময়েই হবে। কারণ এর কোনো বিকল্প নেই। যদি নির্বাচন না হয়, জাতি ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের আশঙ্কা বাড়বে।”
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। অর্থনীতি, সমাজ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা পরিবর্তনের দায়িত্ব বিএনপির। জনগণের আশা-প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আবদুল হাই শিকদার। প্রকাশিত বই ‘রক্তাক্ত জুলাই’-এর লেখক সৈয়দা ফাতেমা সালাম। বইটি প্রকাশ করেছে ইতি প্রকাশন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও প্রকাশক জহির দীপ্তি বক্তব্য দেন।
		