রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জন এখনো পলাতক। এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ২৬ জনের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ।
চারজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে আছেন। তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠনের ছাত্রনেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। ট্রাইব্যুনাল তাঁদের আগামী শুনানিতে হাজির করার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই নির্ধারিত হয়েছে।
আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন গত ২৪ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা।
প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।